ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-০৭-২৪ ০০:৫৫:৩৯

টোকিও অলিম্পিক উদ্বোধনের পর আজ শনিবার (২৪ জুলাই) থেকে শুরু হয়েছে মেডেল রাউন্ড। যেখানে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে প্রথম স্বর্ণ জিতে নিয়েছেন চীনের ইয়াং কিয়ান। শনিবার সকালে আসাকা শ্যুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন তিনি।

শ্যুটিং রেঞ্জে ২৫১ দশমিক ৮ পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন ইয়াং কিয়ান। এটিই এখন পর্যন্ত অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্ট।

এই ইভেন্টে ২৫১ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। এছাড়া ২৩০ দশমিক ৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।

বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ