বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী এখন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালে অধিনায়ক ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (১৬ জুলাই) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচটি উইকেট নিয়ে ২১৩ ম্যাচে সাকিবের ঝুলিতে জমা পড়েছে ২৭৪ টি উইকেট। মাশরাফি ২১৮ টি ম্যাচ খেলে পেয়েছিলেন ২৬৯ উইকেট।
যদিও মাশরাফি বিন মুর্তজা এখনও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি তবে তিনি সর্বশেষ ২০২০ সালের মার্চ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেহেতু মাশরাফির ওয়ানডে দলে ফিরে যাওয়ার খুব কম সুযোগ রয়েছে, তাই আপাতত সাকিবের এই রেকর্ড দিন দিন স্থায়ী হবে।
তালিকার তৃতীয় স্থানে আছেন আবদুর রাজ্জাক। যিনি ২০৭ উইকেট নিয়েছেন এবং চতুর্থ স্থানে আছেন রুবেল হোসেন, যিনি ১২৯ টি উইকেট পেয়েছেন।