ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পুলিশ সদস্যের আত্মহত্যা
  • রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • ২০২১-০৭-১৭ ০০:১৯:১৯

রাঙ্গামাটিতে নিজের বন্দুকের গুলিতে কাইয়ুম সরকার (৩৪) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের রাঙ্গামাটি সুখীনীলগঞ্জের নিউ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদ্াছছের হোসেন।
তিনি জানান, রাঙ্গামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বিকেল শিফটে ডিউটি করার জন্য পুলিশ সদস্য কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়।

তিনি আরো জানান, পারাবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে এবং তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়েছে বলেও জানা গেছে। নিহত কাইয়ুম সরকারের বিরুদ্ধে একাটি যৌতুকের মামলা ও একটি বিভাগীয় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাইয়ুম সরকার জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা