ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পদ্মানদীতে গরু বোঝাই ট্রলার ডুবি
  • মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২১-০৭-১৭ ০০:০২:২৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ের সামুরবাড়ি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায়  গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ২টার দিকে ৩১টা গরু বোঝাই ট্রলারটির সাথে বালু বোঝাই বাল্কহেড ধাক্কা লেগে ঘটনাস্থলেই ডুবে যায়। গরু বোঝাই ট্রলারটি পার্শবর্তী জেলা পদ্মার অপর প্রান্ত শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে কোরবানির পশুর হাটে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পতিত হয়। এতে কোন মানুষ হতাহত না হলেও ট্রলারে থাকা গরু গুলির ২৪টি তীরে উঠতে পারলেও ৬টা নিখোজ এবং ১টা গরু মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর বেচে যাওয়া বা মারা যাওয়া সংখ্যা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন। তিনি আরো জানান ডুবে যাওয়া ট্রলারটি উদ্দারের চেষ্টা চলছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা