ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মুন্সিগঞ্জ ২ আসনের এমপি এমিলি আবারও করোনা আক্রান্ত
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৭-০৯ ০১:৫৫:৩৮

জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ ২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি দ্বিতীয় বারের মতো করোনাক্রান্ত হয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ ই জুলাই রবিবার সারাদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার  পাঠানো উপহার "দরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থবিতরণ" করতে লৌহজং ও  টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে  দরিদ্র মানুষের পাশে যান। 

এরপরের দিন তিনি ঢাকায় ফিরে এসে তাঁর করোনা উপস্বর্গ দেখা দিলে ৬ ই জুলাই মঙ্গলবার জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। এবং পরদিন ৭ই জুলাই বুধবার বিকেল ৪ টায় তার রিপোর্ট  পজিটিভ আসে। 

এর আগেও একবার তিনি করোনাক্রান্ত হন এ নিয়ে দ্বিতীয় দফায় আক্রান্ত হলেন। এ সব তথ্য নিশ্চিত করেন তার ব্যাক্তগত সহকারী মো,মাহাবুবুর রহমান। তিনি এমিলির বরাত দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার জনকল্যাণমুখী সরকার, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামীলীগ মানুষের পাশে ছিল আছে থাকবে। 

মহামারী করোনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সংসদসদস্য বৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ  মানুষের পাশে আছে এবং সেবা করে যাচ্ছে। এই সেবার ব্রত নিয়ে তিনিও কাজ করে যাচ্ছেন নির্বাচনী এলাকায় নিয়মিত। তিনি দেশবাসীর কাছে সুস্হতার জন্য দোয়া চেয়েছেন ।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা