দীর্ঘ বছর পর অবশেষে মাদার ডিস্ট্রিক্ট খ্যাত রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর হাতেই উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পড়লো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন নিখিল কুমার চাকমাকে। এ ঘোষণার পর দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান আর ধোঁয়াশাও কাটলো প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ এর ধারা ৬(২) অনুযায়ী নিখিল কুমার চাকমা-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধা সহ যোগদানের তারিখ থেকে পরবর্তী ২(দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ অলিউর রহমান জনস্বার্থের এ আদেশে স্বাক্ষর করেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে নিখিল কুমার চাকমা-কে চেয়ারম্যান করায় জনমনে দীর্ঘ জল্পনা-কল্পনারও অবসান ঘটে। এর আগে মন্ত্রণালয়ের ঘোষণার পূর্বে বেশ কিছু সংবাদপত্র ও নিউজ পোর্টালে তাকে চেয়ারম্যান করা হয়েছে বলে সংবাদও প্রকাশ করা হয়েছিল। এছাড়াও রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন সরকারের এ আদেশকে ধন্যবাদ জানিয়ে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে ব্যানার ঝুলিয়েছে। কিন্তু সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বিলম্ব হওয়ায় তাতে জেলায় নানান গুঞ্জনেরও সৃষ্টি হয়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৬ জুলাই মঙ্গলবার-২১ ইং তারিখ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ অলিউর রহমান জনস্বার্থের এ আদেশে স্বাক্ষর করলে বিষয়টি একেবারেই পরিস্কার হয় এতে দীর্ঘ জল্পনা-কল্পনারও অবসান ঘটে এবং ধোঁয়াশাও কেটে যায়।
উল্লেখ্য যে, চলতি বছরের মার্চ (২০২১) মাসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি’র মেয়াদ শেষ হলে বোর্ড এর চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। পরে বোর্ড আইন অনুযায়ী সরকার ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠি থেকে একজন চেয়ারম্যান নিয়োগ করেন।