ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পলাশে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ২ শতাধিক অটোচালক
  • নরসিংদী প্রতিনিধিঃ
  • ২০২১-০৭-০৬ ২২:৫৫:০৯

নরসিংদীর পলাশ উপজেলায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক অটোরিকশা চালককে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতা হিসেবে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থতি থেকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা ফখরউদ্দিন আল রাজী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে জিনারদী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তলবিল থেকে ইউনিয়নের বিভিন্ন ইমাম-মোয়াজ্জেমদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা