টানা বর্ষণের ফলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় মাটি ধসে ভেঙ্গে পড়লো পাঁচটি দোকান। সোমবার সকালে আকস্মিকভাবে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সবগুলো দোকান ভেঙ্গে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় শহীদ আব্দুল আলী বিদ্যালয়ের পাশে সকালে মাটি ধসে আকস্মিকভাবে বিকট শব্দে ভেঙ্গে পড়ে ৫টি দোকান। দোকানগুলো বন্ধ থাকায় কোন প্রকার মালামাল বের করতে পারেনি দোকান মালিকেরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলেছেনে, টানা কয়েকদিন বর্ষণের কারণে দোকানের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দোকানগুলো ভেঙ্গে পড়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে তাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫ টি দোকান ভেঙ্গে পড়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে কোন হতাহত হয়নি।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।