ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
নদী ভাঙন রোধে বাঁশের বেড়া
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৬-২১ ০২:০৮:৪১

নদী ভাঙন রোধে বাঁশের বেড়া। নদী গবেষণা ইনস্টিটিউটের একটি পাইলট প্রকল্প হলেও, গত চার বছর এর সুবিধা ভোগ করছে রাজবাড়ীর বালিয়াকান্দির মানুষ। স্থানীয়রা বলছে, এ বাঁধ দেয়ায় আগের থেকে কমেছে নদী ভাঙন।

একটা সময় নিত্যদিনকার ছিল গড়াই নদীর ভাঙন আর ঘরবাড়ি হারানো।  ভাঙন রোধে কত কি না করেছে বালিয়াকান্দি উপজেলার নদী তীরের বাসিন্দারা।

কোন কিছুতেই থামেনি ভাঙন। নদীগর্ভে একে একে বিলিন হয়েছে ঘর-নিঃস্ব হয়েছে বহু মানুষ।

অসহায়দের বাঁচাতে ভাঙন রোধে একটি পাইলট প্রকল্প হাতে নেয় নদী গবেষণা ইনস্টিটিউট। চার বছরে পাঁচ কিলোমিটার ভাঙন এলাকায় নির্মাণ করেছে বিশেষ বাঁশের বাঁধ।

স্থানীয়রা বলছে, এতে খরচ কমের পাশাপাশি ভালো সুবিধা পাচ্ছেন তারা। কেননা এই বাঁশের বেড়ার কারণে বন্ধ হয়েছে নদী ভাঙন।

নদী গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক কাজী রেজাউল করিম বলছেন, বালিয়াকান্দিতে তাদের যে পাইলট প্রকল্প চলছে, তা ৯০ শতাংশই সফল। প্রাচীন প্রদ্ধতিকে আধুনিকায়ন করা হয়েছে মাত্র।

নদী গবেষণা ইনস্টিটিউট বলছে, বাঁশের তৈরি বিশেষ এই বাঁধ নির্মাণে খরচ ১০০ ভাগের এক ভাগ, সাথে অধিক কার্যকর।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ