ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
৯৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৫-২৩ ১৯:১৫:৩৪

দেশে এ পর্যন্ত প্রায় সোয়া ৪০ লক্ষাধিক মানুষ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন

দেশে এ পর্যন্ত প্রায় সোয়া ৪০ লক্ষাধিক মানুষ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪০ লাখ ১৫ হাজার ৫২২ জন। এদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৭১ হাজার ৫২১ জন এবং নারী ১৪ লাখ ৪৪ হাজার ১ জন।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯৭১ জন। এদের মধ্যে ৩৬ লাখ ৯ হাজার ২৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৪২ জন।

এনিয়ে টিকার ৯৮ লাখ ৩৫ হাজারের বেশি ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

এ ছাড়া এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪৩ হাজার ৩০৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৫৬৬ জন এবং নারী ১৬ হাজার ৭৩৮ জন। প্রথম ডোজ নিয়েছেন ৫৯ জন। এদের মধ্যে পুরুষ ৫০ ও নারী ৯ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৮২ হাজার ১২১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৫০ হাজার ৪০৯ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৩৪ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ৬৩ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৬১ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ৮ হাজার ৯৭২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ১ হাজার ৫৮৩ জন, প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ২৪৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ২৫৪ জন, প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮২৩ জন, প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৩ হাজার ৬২ জন, প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।

 

ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত