ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রোজিনা ইসলাম
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৫-২৩ ১৯:১১:৩৯

সরকারি অফিস থেকে নথি “চুরির” অভিযোগে দায়ের করা মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে।

রবিবার (২৩ মে) বিকেল ৪টা ১৮ মিনিটে রোজিনা ইসলামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার হোসনে আরা বীথি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই বাছাই করতে বেশি সময় নেওয়া হয়নি। দ্রুততার সাথে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

এর আগে রবিবার সকালে রোজিনা ইসলামের জামিনের আদেশ দেন আদালত।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন