চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক সিনোফার্মের আবিষ্কৃত কোভিড-১৯ টিকাকে আজ শুক্রবার (৭ মে) জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এটি-সহ স্থানীয়ভাবে আবিষ্কৃত আরেকটি ভ্যাকসিন দিয়ে ইতোমধ্যেই চীনে কোটি কোটি মানুষকে টিকাদান করা হয়েছে, চীনের বাইরেও অন্যান্য দেশে এগুলোর ডোজ পেয়েছেন অনেক মানুষ। বাংলাদেশেও টিকাটি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।
পশ্চিমা দেশগুলোর ওষুধ উৎপাদকদের বাইরে এই প্রথম চীনের কোনো কোভিড-১৯ টিকার পেছনে নিজস্ব সমর্থন দিল জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংগঠনটি।
তাছাড়া, সংক্রামক রোগ প্রতিরোধী কোনো চীনা টিকাকে জরুরি প্রয়োগের জন্য হু'র অনুমোদন দেওয়ার এটাই প্রথম ঘটনা, যা একইসঙ্গে নতুন ইতিহাসও তৈরি করলো।
কোনো ভ্যাকসিন হু'র জরুরি ব্যবহারের তালিকায় থাকার অর্থ, এতে করে বিভিন্ন দেশের জাতীয় কর্তৃপক্ষ প্রতিষেধকটির কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে ইতিবাচক সংকেত লাভ করেন। স্বীকৃতির পর এটি হু'র কোভ্যাক্স উদ্যোগেও যুক্ত হতে পারবে।
ইতঃপূর্বে, ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং সবশেষ গত সপ্তাহে মডার্নার প্রতিষেধককে জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করে জাতিসংঘের স্বাস্থ্য কর্তৃপক্ষটি।
সূত্র: রয়টার্স