আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে স্বর্ণের দাম উঠানামা করে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ দুই হাজার ৪১ টাকা কমেছে। আগামীকাল বুধবার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (০৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর হবে বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।
সর্বশেষ গত ৩ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম ১৫১৬ টাকা কমায় বাজুস। কয়েক দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৪১ কমালো।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি।
বাজুস জানিয়েছে, চলতি বছরে টানা তিন ধাপে ভরিপ্রতি স্বর্ণের দাম ৫ হাজার ৫৪০ টাকা কমেছে।