কারাগারে যেতে হতে পারে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। মঙ্গলবার (৯ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বহাল রাখা হয়েছে ১০ লাখ টাকা অর্থদণ্ডও।
কয়েকদিন আগের কথা। চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর নাটাই নিয়ে কসরত করছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। কিন্তু কেন জানতো দুমাস পর তার এমপি পদের সুতোয় টান লাগতে পারে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওয়ান ইলেভেনের সময় হাজী সেলিমের ১০ বছররে সাজা হয়েছিল, সেই আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে ১০ লাখ টাকার অর্থদণ্ড। আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে ৩০ দিনের মধ্যে। তবে সম্পদের তথ্য গোপনের মামলায় তার তিন বছরের সাজা বাতিল করেছেন আদালত।