বিশ্বজুড়ে প্রাণঘাতী কোভিড-নাইনটিনে প্রাণ গেছে প্রায় ১৭ লাখ মানুষের। আর শনাক্ত হয়েছে ৭ কোটি ৭১ লাখের বেশি মানুষ।
১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জনের। দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ১০ কোটি ৫৬ হাজার ২৪৮ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জনের। ৭ কোটি ২৩ লাখ ৮ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে ব্রাজিলে। তালিকার তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জনের।
এদিকে ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত করা হয়েছে। বলা হচ্ছে, এই নতুন প্রজাতির ভাইরাস আরও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।
ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছে ব্রিটেন। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে।
করোনার প্রাদুর্ভাব বাড়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের ঘরেই থাকতে বলা হয়েছে।
শনিবার থেকে ৫ দিনের লকডাউনে আছে রাজ্যটি। এদিকে, কয়েক মাস পর ব্যবসা ও বেকারত্বের জন্য ৯শ’ বিলিয়ন ডলারের করোনা তহবিলের জন্য সম্মত হয়েছে মার্কিন আইনপ্রণেতারা। ভারতে আসছে জানুয়ারি থেকে শুরু হতে পারে করোনার ভ্যাকসিন প্রয়োগ। এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।