ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১২-১২ ২২:২৮:১০

সীমাবদ্ধতার পরও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তিতে, 'ক্লাইমেট অ্যামবিশন সামিটে' এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোকে অর্থায়নসহ প্রতিশ্রুত প্রশমন ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, দ্রুত সময়ে করোনার ভ্যাকসিন আবিষ্কারই প্রমাণ করে, বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ থাকলে সব সম্ভব।

বিশ্বের সব নেতাদের নিজ নিজ দেশে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত, পাকিস্তান, জাপান, যুক্তরাষ্ট্রসহ ৭০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এতে যোগ দেন। গ্রিনহাউস গ্যাসের নিগর্মন কমানো ও জ্বালানি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান বিশ্ব নেতারা।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ