এ নিয়ে দেশে করোনাভাইরাসে প্রাণহানি ১ হাজার ২৬২ এবং আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়াল। অন্যদিকে, ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৬ হাজার ২৬৪ জন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন মারা গেছেন। এই বৈশ্বিক মহামারিতে আমাদের জন্মভূমিতে এটিই একদিনে সর্বাধিক প্রাণহানির ঘটনা। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২৬২ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৮৬২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
মৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে ও ১৮ জন নিজ বাড়িতে মারা যান। অপরজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃত ৫৩ জনের বয়স:
১১ থেকে ২১ বছর বয়সী: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ২ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৯ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১৯ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১০ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৮ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২১৪টি পরীক্ষা করা হয়েছে। ৬১টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৬ হাজার ২৬৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮১ লাখ ২৮ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪২ লাখ ৪২ হাজার ১৫৪ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৩৯ হাজার ৪২১ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন।
ব্রাজিল: ৪৪ হাজার ১১৮ জন।
যুক্তরাজ্য: ৪১ হাজার ৭৩৬ জন।
ইতালি: ৩৪ হাজার ৩৭১ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৪৩৬ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৭ হাজার ৫৮০ জন।
ভারত: ৯ হাজার ৯১৫ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৬১ জন।
ইরান: ৮ হাজার ৯৫০ জন।