ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আবারও আগুনে পুড়লো পুরান ঢাকা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১২-১০ ২৩:০৮:৩৮

রাজধানীতে চকবাজার এলাকার উর্দু রোডে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানাসহ বেশকিছু টিনশেড ঘর আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তারা দেখতে পান উর্দু রোডের ট্রান্সমিটার এবং নোয়াখালী ভবন আগুনে জ্বলছে। পরে এ আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, নোয়াখালী ভবনসহ আশপাশে ছোট বড় প্রায় ৫০টির মতো প্লাস্টিক কারখানা ছিল।  

এর আগেও একাধিকবার আগুন লাগায় নোয়াখালী ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। তবে নিয়ম না মেনে অবৈধভাবে চালানো হচ্ছিল কারখানা। পানির স্বল্পতা এবং সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ন এবং অনেক পুরাতন ভবন ছিল। ভবনটির দেয়াল ভেঙ্গে পড়ছে। তারপরও আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়েই কাজ করছে। আমরা এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাইনি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে এতে কোনো হতাহতের কোন ঘটনা ঘটেনি।

যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অজানা