ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
দৃঢ় হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্ধন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১২-১০ ২৩:০৬:৪৬

স্বপ্নের পদ্মা সেতুর পুরো অবকাঠামো দৃশ্যমানের খবরে উচ্ছ্বসিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আশা করেন, জীবনমান উন্নয়নে এই সেতু বড় ভূমিকা রাখবে। চালু হলে সহজ হবে যাতায়াতের পথ। দ্রুত ঢাকায় আসবে কৃষিপণ্য। পাল্টে যাবে দেশের পুরো অর্থনীতি।

স্বপ্ন এখন চোখের সামনে, স্বপ্ন এখন বাস্তব। দিন বদলের পালায় বিজয়ের মাসেই বসলো পদ্মা সেতুর সবশেষ স্প্যান।

এক সেতুতেই সড়ক ও রেললাইন থাকা বদলাবে যোগাযোগের পথ। ভোগান্তি ছাড়াই সহজে চলাচল করতে পারবেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

সেতুটি চালু হলে, দ্রুত ঢাকায় আসবে কৃষিপণ্য। গতি পাবে বেনাপোল-মোংলা, পায়রা বন্দরের কার্যক্রম।

পদ্মা সেতু ঘিরে পর্যটনেও যুক্ত হতে পারে নতুন মাত্রা। এজন্য কেউ কেউ তাগিদ দিলেন সঠিক পরিকল্পনায় আধুনিক হোটেল-রিসোর্ট গড়ে তোলার।

স্বপ্নের এই সেতু ঘিরেই আবর্তিত হবে আগামীর বাংলাদেশ। পুরো দেশের সাথে দৃঢ় হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্ধন।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ