ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
করোনায় মারা গেলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১২-০৯ ০৩:৪২:২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কামাল ইবনে ইউসুফের পরিবারের প্রতি সমবেদনা জানান।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের গ্রামের বাড়ি ফরিদপুরে। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে আবারও নির্বাচিত হন এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হয়েছিলেন তিনি।

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে