এই নির্দেশনামা অনুযায়ী, মূলত কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা আনা হচ্ছে। এতে করে মূসক পরিশোধ করতে মানুষ আরও উৎসাহিত হবেন।
পণ্য বা সেবা নেওয়ার পর সঠিকভাবে মূল্য-সংযোজন কর দেওয়ার জন্য প্রতি মাসে ১০১ জন করদাতাকে পুরষ্কার দেবে জাতীয় রাজস্ব বোর্ড।
পণ্য কেনার পর এর মূসক করের রশিদে যে ইনভয়েস নাম্বার থাকবে তা একটি বিশেষ নম্বরে এসএমএস বা খুদেবার্তা পাঠাতে হবে। প্রতিবার পণ্য কেনার পর এসএমএস পাঠানো যাবে। মাস শেষে এমন এসএমএস দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতি মাসেই লটারি জেতার সুযোগ থাকবে।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে নগদ ১ লক্ষ টাকার পুরষ্কার।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনীম এর স্বাক্ষর করা এ সংক্রান্ত এক নির্দেশনামা থেজে এ তথ্য জানা যায়।
এই নির্দেশনামা অনুযায়ী, মূলত কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা আনা হচ্ছে। এতে করে মূসক পরিশোধ করতে মানুষ আরও উৎসাহিত হবেন।