ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০১৭ সালের এই দিনে মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়ে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দিনটি উপলক্ষে ডিএনসিসির পক্ষ থেকে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। পাশাপাশি বাদ জোহর উত্তর সিটির নগর ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর করোনার কারণে ভিন্নভাবে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীসহ আনিসুল হকের গ্রামের বাড়ির বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে।
রাজনীতিতে না থেকেও ২০১৫ সাল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। রাজধানীর উত্তর অংশকে নাগরিকবান্ধব করে গড়ে তুলতে তার বেশ কিছু উদ্যোগ আলোচিত ও প্রশংসিত হয়।