রাজধানীতে সীমা নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালের দিকে কাফরুলের বাইশটেকির ইমামনগর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে নাহিদ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।