নগরায়ণ ও পরিবেশগত কারণে প্রকৃতিও তার নিজের রূপ হারাচ্ছে। তাইতো লোকালয় থেকে দূরে, শেরপুরের সীমান্ত পাহাড়ি এলাকায় বাসা বেঁধেছে মৌমাছির দল।
এ যেন ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে বৃদ্ধ বট বৃক্ষের তলে নিরাপদ আশ্রয়। একটি দুটি নয়, ঝাঁকে ঝাঁকে মৌমাছির চাক। মৌ মৌ সৌরভে যার সুভাস ছড়িয়েছে সবখানে।
শেরপুরের সীমান্ত উপজেলা ঝিনাইগাতির অবকাশ কেন্দ্রের শতবর্ষী বট গাছে রয়েছে ৭২টি মৌচাক। কিছু দূর না যেতেই শ্রীবরদীর কর্ণঝোড়ায় সড়কের পাশে চাপাকাঁঠাল গাছে মিলেছে দেড় শতাধিক মৌচাক।
পর্যটক আকর্ষণ তো বটেই, দৃষ্টিনন্দন মৌচাক দেখতে প্রতিনিয়তই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।
যেন দম ফেলার সময় নেই মৌমাছির। বুনো ফুল থেকে মধু আহরণ করে ভাণ্ডার ভরতে ব্যস্ত সবাই। তাদের কাজে কেউ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে সে জন্য তৎপর স্থানীয় প্রশাসনও।
বছরের অন্য সময়ে যাযাবর জীবনযাপন করলেও শীত এলে শেরপুরে এই সীমান্ত এলাকায় স্থায়ী আবাস গড়ে তোলে মৌমাছিরা। আর চাক থেকে মধু সংগ্রহ করে বেঁচে আছে স্থানীয় মৌওয়ালরা।