ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-২৫ ০৩:৩৫:৫৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ বুধবার তিনি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা জানান।

সকালে নিজ এলাকার নেতাকর্মী এবং রাজনৈতিক সহকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো দুঃসময় পার করছে বাংলাদেশও। তাই সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রধানের নির্দেশ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ; তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য হবে।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা