ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
করোনায় সংবাদের সম্পাদক মুনীরুজ্জামান মারা গেছেন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-২৪ ০৩:৪৪:১৮

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে ২ সপ্তাহ আগে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পরিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর শান্তিনগরের নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ অক্টোবর  হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন সাংবাদিক মুনীরুজ্জমান। এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অবস্থায় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।

 

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন