ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-২২ ০৬:১৪:০৮

রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক ৩ মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা হয়েছে। গত রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। আজ রোববার আদালতে তুলে তার রিমান্ড চাওয়া হয়।

গত শুক্রবার মধ্যরাতে মনিরের বাড্ডার বাসায় অভিযানে, হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায়, র‍্যাব। উদ্ধার হয়, ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক।

র‍্যাব জানায়, বাড্ডা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২শটির বেশি প্লট আছে, গোল্ডেন মনিরের। তার পৃষ্ঠপোষকদের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানায় র‍্যাব।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা