ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বাগেরহাটে এতিমখানার নামে অর্থ জালিয়াতি
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-১৮ ০৪:০৩:০৭

বাগেরহাটে চরসোনাকুড় এতিমখানার নামে অর্থ জালিয়াতির অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের জানান, কাগজ-কলমে যাদের এতিম দেখানো হয়েছে, তাদের বেশিরভাগের বাবা-মা সবাই আছেন। একই সাথে বাইরে থেকে শিশু এনে এতিমের তালিকায় নাম দিচ্ছেন কমিটির সদস্যরা। বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তর।

বাবা-মা নেই এমন শিশুদের ভবিষ্যত গড়তে ১৯৭৬ সালে গঠিত হয় বাগেরহাটের কচুয়া চরসোনাকুড় এতিমখানা। শুরুতে তাদের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন এলাকাবাসী। কিন্তু সময় পেরুতেই খোলস ছেড়ে বের হতে থাকে নানা অনিয়মের চিত্র। এলাকাবাসীদের অভিযোগ, ৩৬ জন এতিমের তালিকা দেখিয়ে প্রতি মাসে সরকারি বারদ্দের ৭২ হাজার টাকা তোলেন কমিটির সদস্যরা। অথচ সরেজমিনে গিয়ে মিলেছে ১১ জন শিক্ষার্থী। যার মধ্যে এতিম ৪ জন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এড়িয়ে যান কমিটির সভাপতি মওলানা আলতাফ হোসেন। পরে দায়সারা উত্তর দেন সাধারণ সম্পাদক। বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

বাগেরহাট জেলায় ১২০টি এতিমখানা আছে। যার মধ্যে নিয়মিত সরকারি সহযোগিতা পায় ৮৫টি।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা