মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে হামলায় এসিল্যান্ডসহ ৭ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িও।
সোমবার (১৬ নভেম্বর) পুরে সহকারী ভূমি কমিশনার নাসরিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়নের সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের জমি উদ্ধারে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে এক নারীকে পুলিশের গাড়িতে তুললে হামলা চালায় স্থানীয়রা।
এসময় এসিল্যান্ডকে বাঁচাতে গিয়ে নারী কনস্টেবলসহ ৭ জন আহত হন।
তাদের প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।