রাজধানীতে বাসে আগুন ও নাশকতার মামলায় আরেকজন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে মোট গ্রেপ্তার হলেন ৩৮ জন।
এছাড়া, রাজধানীর এ পর্যন্ত ৮টি থানায় মোট মামলা হয়েছে, ১৪টি। এর মধ্যে গতকাল ১০টি মামলায়, ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর উত্তরা পূর্ব থানার মামলায় ৯ আসামিকে পাঠানো হয়েছে, কারাগারে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ভবিষ্যতে এ ধরণের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।