ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বিশ্বে করোনায় ফের রেকর্ড শনাক্ত, মারা গেছে ১০ হাজার
  • ডেস্ক প্রতিবেদন:
  • ২০২০-১১-১৪ ০৩:৩১:১০

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে শুক্রবার মারা গেছে সাড়ে ১৩শ’র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু আড়াই লাখ। দ্বিতীয় সর্বোচ্চ হাজারের কাছিকাছি মারা গেছে ফ্রান্সে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩ হাজারের বেশি। এদিন রাশিয়ায় মারা গেছে চার শতাধিক মানুষ। ভারতে আরও ৪৫ হাজার মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৫শ’ মানুষের।

দিনে ৫ শতাধিক মৃত্যু দেখেছে ইতালি এবং মেক্সিকো। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৩ লাখ। মোট সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩৫ লাখ মানুষ। প্রাণহানি বাড়ছে, ইরান, পোল্যান্ড, যুক্তরাজ্যে, স্পেনসহ বেশির ভাগ দেশেই।

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ