হিজলায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩৩ জেলে আটক
- বরিশাল প্রতিনিধি
-
২০২৩-০৪-১৩ ০৫:২৬:১১
- Print
বরিশালের হিজলা উপজেলার ষষ্ঠ মৎস্য অভয়াশ্রম মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ৩৩জন জেলেকে আটক করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ জানান , বুধবার ১২ এপ্রিল বিকেলে হিজলা থানার পুলিশ সাথে নিয়ে মেঘনা মৎস্য অভয়াশ্রমে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাছ শিকার করতে থাকা অবস্থায় ৩৩ জন জেলেকে আটক করেছেন। রাতে জেলেদেরকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর আদালতে হাজির করানো হলে, জেলেরা তাদের দোষ স্বীকার করেন। মৎস্য আইনে ম্যাজিস্ট্রেট ২৮ জন জেলের প্রত্যেককে ১৮ দিন করে কারাদণ্ড প্রদান করেন। অন্য ৫ জন জেলের বয়স কম বিবেচনা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মৎস্য অফিসার আরো জানান, জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া অবৈধ জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আর জালের সাথে উদ্ধার হওয়া কিছু সংখ্যক মাছ যা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।