ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ হবে- রেলমন্ত্রী
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০১-৩০ ১১:৫৮:২৪
বৈশ্বিক নানা সংকট থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, “করোনাভাইরাস পরবর্তী সময়ে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট থাকলেও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময় ২০২৪ সালেই শেষ হবে।” আর এই সেতু নির্মাণ হলে দেশের উত্তরবঙ্গসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে রেল যোগাযোগের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হবে বলেও জানান মন্ত্রী। সোমবার দুপুরে সেতুর পশ্চিমপাড়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনসহ যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোও সঠিক সময়ে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম সুজন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মাদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন।
মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানাল বিটিআরসি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী