ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ফেনসিডিল সহ আলফা গ্রেফতার
  • সাতক্ষীরা প্রতিনিধি
  • ২০২২-১১-২৮ ০৫:০৪:৪৭

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আল ফেরদৌস আলফাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করাহয়।

আল ফেরদৌস আলফা (৫৫) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তিনি দেবহাটার উত্তর কোমরপুর এলাকার আবুল কাশেম সরদার এর ছেলে। তিনি সাবেক জেলা পরিষদ সদস্য ও আ.লীগের নেতা।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিলসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ