ইউজিসির সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খানের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন
এম. রওশন আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ||
২০২৪-১২-১৯ ০৮:৪৯:০৭
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ পৌঁছেন।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। পরবর্তীতে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১, অস্থায়ী অ্যাকাডেমিক-৩ সহ অন্যান্য ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ইউজিসির সদস্য মহোদয়কে শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র হল অনুমোদনের লক্ষ্যে শাহজাদপুর শহরের মধ্যে ২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এরপর মাননীয় সদস্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে এক আলাপচারিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন সম্পর্কিত নানান পরিকল্পনা ও শিক্ষাসংশ্লিষ্ট সংকটসমূহ তুলে ধরেন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়ন ও সংকটগুলো সমাধানের লক্ষ্যে ইউজিসির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন ও শিক্ষাসংশ্লিষ্ট সংকটসমূহ সমাধানের লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়কে আশ্বস্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ ইউজিসি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357