নাগেশ্বরীতে বিকাশ সাধন প্রকল্পে বেকার নারীদের কর্মসংস্থানের প্রশিক্ষন
কুড়িগ্রাম প্রতিনিধি: ||
২০২৪-১২-১৯ ০১:১৭:৪৫
নাগেশ্বরীতে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় চাঁর ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কুড়িগ্রাম জেলায় একটি মাত্র প্রকল্প নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে মধ্যবিত্ত দরিদ্র পরিবারসহ অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা হয়ে আসছে।
উল্লেখ, ২০২১সাল থেকে নাগেশ্বরী উপজেলা পয়ার্য়ে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং ,ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যাজেমেন্ট ও বিজনেস ম্যানেজন্টে এ্যান্ড ই-কমার্স, ৫টি ট্রেডে প্রায় ২হাজারের অধিক অসহায়, বেকার নারী প্রশিক্ষণার্থী বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষন নিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হয়েছে। জাতীয় মহিলা সংস্থার তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নাগেশ্বরী শাখার প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের পরিচালনা ও নিরলস পরিশ্রমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকদের মাধ্যমে বিকাশ সাধন প্রকল্পে সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।
সম্প্রতি, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে সচ্ছতার মাধ্যমে মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই বাচাই করে ২শত জন নারী প্রশিক্ষণার্থী নিয়েছেন। গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ২শত জন নারী প্রশিক্ষণার্থীর ৮০দিনের বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের প্রশিক্ষণ দুই সিপ্টে শুরু হয়েছে। ৭ ডিসেম্বর ২৪ তারিখে নতুন করে বিজনেস প্রশিক্ষণের জন্য ৪০জন নারী শিক্ষার্থীদের অনলাইনের আবেদন যাচাই বাচাই শেষ পর্যায়ে এবং প্রশিক্ষণের কার্যক্রম চলছে। প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নিরলস পরিশ্রমে বিকাশ সাধন প্রকল্প সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে এবং নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে নিজের পায়ে দাড়াচ্ছেন।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারী নারী উদ্যোক্তা রহিমা বেগম, রাবেয়া খাতুন, আনিছা বেগম ও অনেকে বলেন, জাতীয় মহিলা সংস্থার আওতায় নাগেশ্বরীর হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে বিকাশ সাধনে প্রকল্পে অনলাইনে আবেদন করে যাচাই বাচাই এ যোগ্যতা ও সচ্ছতার মাধ্যমে প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পেরেছি। প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নিরলস পরিশ্রম আর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকদের মাধ্যমে বিকাশ সাধন প্রকল্পে সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে প্রশিক্ষণ। বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করে আত্ম-কর্মসংস্থান ও সাবলম্বি হতে পারবো।
নাগেশ্বরী শাখার প্রশিক্ষন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কার্যালয়ে তৃর্ণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে মধ্যবিত্ত দরিদ্র পরিবারসহ অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন, আন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট চাঁর ধরনের বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357