৪২ বছর পর নিজ জন্মস্থানে মহিউদ্দিন আহমেদ ঝিন্টু

শরীয়তপুর প্রতিনিধি: || ২০২৪-১২-১৩ ০৫:৫৫:২১

image

দীর্ঘ ৪২ বছর পর নিজ জন্মস্থানে এসে দলীয় নেতাকর্মী ও  আত্মীয়-স্বজন সহ সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, সুইডেন বিএনপি'র সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু।   

 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকালে তিনি ঢাকা থেকে সড়ক পথে তার শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী কার্তিকপুর গ্রামের বাড়ীতে রওয়ানা দেন। তবে রাত ৮ টায় তিনি নিজ বাড়ীতে পৌঁছান। কারণ পথে পথে জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আর তিনি রাতে বাসায় পৌছালে দলীয় নেতাকর্মী ও  আত্মীয়-স্বজন সহ সাধারণ জনতা তাকে ফুলেল ভালোবাসায় বরণ করে সিক্ত করেন। পরে তার বাড়ীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাসেম ঢালীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার। 

এসময় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএম মোস্তফা, যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝী, বিএনপি নেতা তারা সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বাকের চৌধুরী, জেলা মৎসজীবী দলের সভাপতি খোকন, সাবেক ছাত্রনেতা আতাউর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা দেলোয়ার, জেলা মহিলা দলনেত্রী রাশেদা গনি, উপজেলা নেত্রী কাজল মাঝী, বিএনপি নেতা ফারুক  ঢালী, শাহিন বেপারী প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বলেন, দীর্ঘ ৪২ বছর পরে আমার নিজের ঘরের আমাকে আপনারা পৌঁছে দিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এভালোবাসা শেষ হওয়ার নয়। আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের দীর্ঘায়ুর জন্য সবাই দোয়া করবেন।

এছাড়া তিনি বলেন, দলের জন্য কাজ করলে; দেশের জন্য কাজ করা হবে। কারণ বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।


অনুষ্ঠানে প্রধান বক্তা এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার বলেন, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু'র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে বিএনপির সঠিক আদর্শ এবং গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। আপসহীন মনোভাব নিয়ে সবসময় তিনি বিএনপির মূলনীতির পক্ষে প্রবাসীদের উদ্বুদ্ধ করে চলেছেন। তাকে শুভেচ্ছা জানাই। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ প্রবাসী বাংলাদেশিদের মাঝে সাহসের প্রতীক। তাকে আমরা দীর্ঘদিন পর কাছে পেয়ে আনন্দিত।


অনুষ্ঠানে উপস্থিত দলীয় অন্যান্য নেতৃবৃন্দরা  বলেন, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। প্রবাসে থেকেও তিনি দেশে-বিদেশে বিএনপির আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছেন। তার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বই আমাদের প্রেরণা। প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য এবং অতুলনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তারা আরও বলেন, তিনি শুধুমাত্র একজন নেতা নন বরং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের অভিভাবক, যার সঠিক দিকনির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। তার নেতৃত্বে প্রবাসে বিএনপি এক নতুন গতিশীলতা লাভ করেছে। তাকে আমরা দীর্ঘদিন পর কাছে পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com