করোনা নিয়ে কিছুটা স্বস্তিতে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট || ২০২০-১০-১৩ ০০:৪৯:৫৩

image

ব্রাজিলে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনা পরিস্থিতি। আগের দিনের তুলনায় গত একদিনে সংক্রমণ কিছুটা বাড়লেও কমেছে প্রাণহানি। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ প্রায় ৫১ হাজার ভুক্তভোগী। একই অবস্থা এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪২৯ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৩ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২০৩ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ৭০৯ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থতা লাভ করেছেন আরও ২৫ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৪ লাখ ৯৫ হাজার ২৬৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনারমতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় শনাক্ত ৯ লাখ ১৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮৫ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৪ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৮৬ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৫১ হাজার ১৭১ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৩৫৭ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৪ লাখ ৮২ হাজার ৮৮৮ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ৩৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com