দরিদ্র পরিবারে জন্ম। ২০২১সালে সপ্তম শ্রেণিতে পড়াশোনার সময় বাবা অসুস্থ হয় মারা গেলে বিয়ে দিতে চেয়েছিল তার পরিবার। তাই নিজের বাল্যবিয়ে ঠেকাতে স্কুলের প্রধান শিক্ষক ও তার মামার আশ্রয় আর এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহায়তায় স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী মোরশেদা এখন নাগেশ্বরীর গর্ব।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে দরিদ্র পরিবারে জন্ম মোরশেদা খাতুনের। ২০২১সালে সপ্তম শ্রেণিতে পড়াশোনার সময় মোরশেদার বাবা মোশারফ হোসেন মানসিক রোগে অসুস্থ হয় মারা গেলে বিয়ে দিতে চেয়েছিল তার পরিবার। কিন্তু মোরশেদা খাতুন কোনোমতেই পরিবারের মত মেনে নিতে পারেননি। তাই নিজের বাল্যবিয়ে ঠেকাতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার মামা আখলাছ হোসেন এবং এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহায়তায় স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী মোরশেদা এখন এসএসসি পরীক্ষার্থী। মোরশেদা খাতুনের পরিবারে তার এক ভাই আয়ান বাবু শিশু শ্রেণিতে পড়ছেন আর তার মা আর্জিনা বেগম স্বামী হারানোর শোকে অসুস্থ। মোরশেদা লেখাপড়া করে আদর্শবান ডাক্তার হওয়ার স্বপ্ন বুনঝেন এবং এলাকার মানুষের সেবা করার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি মোরশেদা এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের নেওয়াশী ইউপি ইউসির দায়িত্ব পাওয়ার পর থেকে মফস্বল অঞ্চলে বাল্য বিবাহ প্রতিরোধে যুব সংগঠন করে সেখানে নিয়মিত সচেতনতা-মূলক প্রচার-প্রচারণার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করাসহ অসচ্ছল নারী শিক্ষার্থীদের করছেন আর্থিক সহযোগিতা।
মোরশেদা খাতুন বলেন, আর্থিক দুরবস্থার কারণে বিয়ে দেয়া সব সমস্যার সমাধান নয় বরং বাল্য বিবাহের কারণে আমাদের দেশে হাজারো মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় এবং একপর্যায়ে অপমৃত্যুর শিকার হয়। এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের নেওয়াশী ইউপি ইউসির দায়িত্বে থেকে অনেক বাল্য বিবাহ প্রতিরোধ করেছি।
মোরশেদার মামা আখলাছ হোসেন ও তার চাচা আবুল বাশার বলেন, মোরশেদা এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহায়তায় যুব সংগঠনে সে ইউসি কর্মরত থেকে সে অর্থ পায় তা দিয়ে তার লেখাপড়াসহ অন্যান্য চাহিদা পূরণ হয়।
বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র সরকার বলেন, আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী মোরশেদা এখন এসএসসি পরীক্ষার্থী ও সে আমাদের অহংকার।
এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের প্রোজেক্ট কো-অডিনেটর মাহমুদুল হাসান, বলেন, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় বিভিন্ন অঞ্চলে যুব সংগঠন করে বাল্য বিবাহ প্রতিরোধ করা হচ্ছে। মেধাবী ছাত্রীদের কর্মের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে। মোরশেদার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবো।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com