বান্দরবানে বাজার ফান্ডের তৌজিভুক্ত ভুমির বন্দোবস্তি/লীজ দশ বছরের পরিবর্তে নিরানব্বই বছর উন্নিতকরণ এবং গৃহ নির্মাণ ও ব্যাবসা প্রতিষ্ঠানস্থাপনের জন্য ব্যাংক ঋন পাওয়ার প্রতিবন্ধকতা দূরিকরণের দাবীতে মানববন্ধন করেছে জেলার সর্বস্থরের জনগণ।
রবিবার (১লা ডিসেম্বর ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান জেলার সর্বস্থরের জনগণের ব্যানার নিয়ে জেলার ৭টি উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত সকলস্থরের জনগণ এই মানববন্ধন করে।
বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলায় বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির বন্দোবস্তি/লীজ ১০ বৎসরের পরিবর্তে মেয়াদ ৯৯ বৎসরে উন্নতিকরণ এবং গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরন করতে হবে।
সর্বোত্র বৈষম্য দূরীকরণের প্রচেষ্টা থাকিলেও বান্দরবানে জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের বৈষম্য এখনো দূর হয়নি।
তারা আরো বলেন, তিন পার্বত্য জেলার স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নের জন্য ১৯৩৭ইং সালে বাজার ফান্ড প্রশাসন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ ইং সাল পর্যন্ত বাজার ফান্ডের আওতাধীন সকল তৌজিভুক্ত ভূমির বিপরীতে তপশীলী ব্যাংক সমূহ যথা নিয়মে গৃহ ঋণসহ যাবতীয় ঋণ কার্যক্রম চলমান ছিল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অলিখিত দ্বন্দ্বে বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে বাজারফান্ড সংস্থার সকল প্রকারের কর্মকান্ড।
এই সংস্থার অধীনে থাকা ভূমি বন্দোবস্তী/লীজের মেয়াদ ১০ বছর হওয়ায় এবং ব্যাংক ঋণ বন্ধ থাকার কারণে থমকে গেছে বান্দরবানের অর্থনৈতিক উন্নয়নের চাকা। বন্দোবস্তি/লীজ কার্যক্রম ও গৃহঋণ বন্ধ থাকায় ক্ষুব্ধ বান্দরবান পার্বত্য জেলার বাজার ফান্ডের মালিকানাধীন ভূমির হাজার হাজার বাসিন্দা।
বক্তারা আরো বলেন,বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের সাথে জেলা পরিষদের অভ্যন্তরীণ দন্ধের কারণে হয়রানীর স্বীকার হয়ে আসছে স্থানীয় বাসিন্দারা।বাজারফান্ডের এই জটিলতায় সোনালি ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রনী ব্যাংক সহ ১৭টি ব্যাংক নতুন করে কোন প্রকার ঋণ যেমন দিচ্ছেনা, তেমনি পুরাতন ঋণ নবায়নের কার্যক্রমও স্থগিত করেছে। এতে বেকার হয়ে পড়েছে অনেক ব্যবসায়ী, কর্মচারী।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল ইসলাম,ব্যবসায়ী শফিকুল আলম বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,সাবিকুর রহমান জুয়েল,হাবিবুর রহমান ভুঁইয়া,দৌলতুল খাঁন সিদ্দিকী,মনির হোসেন ভুঁইয়া,ঠিকাদার জসিম উদ্দীন,ঠিকাদার মহিউদ্দীন মহিম,সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ারসহ সাত উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত শত শত নারী-পুরুষ।
মানববন্ধন শেষে আয়োজন কারীরা বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com