আজ ২৪ নভেম্বর দেশবরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান সাংবাদিক,দৈনিক সংবাদের সাবেক সম্পাদক,গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা,অসাম্প্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক, ডাকসুর প্রথম ভিপি,সাধারণ মানুষের আস্থার প্রতীক,সাবেক সংসদ সদস্য আহমুদুল কবির (মনু মিয়া)র ২১ তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে ঘোড়াশাল আহমুদুল কবির স্মৃতি সংসদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আহমুদুল কবির স্মৃতি সংসদের পক্ষ থেকে নুরুল ইসলাম কমিশনার জানায়, দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে ফজরবাদ ঘোড়াশাল মিয়া বাড়ি( মরহুমের নিজ বাড়ি)তে পবিত্র কুরআন খতম।সকাল ৮:৩০মিনিটে এলাকার গরীব দুস্থদের মধ্যে উন্নত খাবার বিতরণ।সকাল ১০:৩০মিনিটে গণ্যমান্য ব্যাক্তিদেরসহ মরহুমের কবরে পুষ্প অর্পন।সকাল ১১টায় আহমুদুল কবির সাহেবের স্মৃতিচারণ ও আলোচনা সভা।বাদ যোহর অতিথি আপ্যায়ন ও দোয়া করানো।দুপুরে এলাকার সকল এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ। বাদ আসর ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।
উল্লেখ্য জননন্দিত নিঃস্বার্থবান আহমুদুল কবির (মনু মিয়া) ঘোড়াশালের সনামধন্য জমিদার পরিবারে ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ৮০ বছর বয়সে কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৩ সালের ২৪ নভেম্বর পরলোকগমন করেন।এখনো পলাশ- নরসিংদীর মানুষের মুখেমুখে তাঁর জনপ্রিয়তার কথা শোনা যায়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com