ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) আসনের সাবেক সংসদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালের ৪ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে সোমবার (১১ নভেম্বর) রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জোবায়ের বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে এজাহার দায়ের করেন। এ মামলা দায়ের করেন। পরে বুধবার (১৩ই নভেম্বর) রাতে মামলাটি সদর থানায় রেকর্ড করা হয় (মামলা নং ১০ তারিখঃ ১৩/১১/২০২৪ জিআর নং ২৫৬/২০২৪) নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
আসামিরা হলেন- আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা আ’লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পদক ও সাবেক জেলা পরিষদ চেয়াম্যান খান সাইফুল্লাহ পনির, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক এবং পৌরসভার প্যানেল মেয়র রেজাউল করিম জাকির, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, কামাল শরিফ, হাবিবুর রহমান হাবিল, সাবেক উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) ইশরাত জাহান সোনালি, পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, এ্যাডভোকেট এম আলম খান কামাল, মোস্তাফিজুর রহমান মন, জিকে মোস্তাফিজুর রহমান(নলছিটি), ব্যারিস্টার মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুম শেরওয়ানি, আবু সাইদ খান, এনামুল হোক শাহিন গ্রাম মগড়(নলছিটি), আ’লীগ নেতা মাহবুব হোসেন, নুরুল আমিন সূরুজ, মনিরুল ইসলাম তালুকদার, খসরু নোমান, গোলাম রাব্বানী চিনু, আ’লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা, আমুর (ভায়রা ভাই) এপিএস ফখরুল মজিদ কিরন, আমুর বাসার সহকারি শাওন (নলছিটি), রশিদ হাওলাদা, মুজিবুর রহমান আকন্দ, সনজয় মিত্র, মাহবুবুর রহমান তালুকদার, মানিক হাওলাদার, আবদুল্লাহ আল মাসুদ মধু, তরিকুল ইসলাম পারভেজ, মাঈনুল খান, শাহজাদা পরাগ, রফিকুল ইসলাম নবিন, ওয়াদুদ শিকদার,সালাহউদ্দিন সালেক, জামাল হোসেন মিঠু, সৈয়দ মিলন, আলভি শাহরুখ শুভ, আশিকুর রহমান শাওন, মামুন মাহমুদ ওরফে ডন মামুন(নলছিটি), খোন্দকার মুজিবুর রহমান(নলছিটি), জিশান, শুকুর মোল্লা, রাহাত মোল্লা, জামাল হোসেন মল্লিক, বাদশাহ হাওলাদার, মন্টু ব্যাপারী, সোহাগ ব্যাপারী, ছবির হোসেন, সানু গাজী, সাব্বির খান, শাহাবুদ্দিন শুরু, মামুন হাওলাদার গ্রাম ডুবিল (নলছিটি), ঝন্টু মল্লিক, গ্রাম ডুবিল(নলছিটি)।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরে নির্দেশ দেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু। মামলার বাদী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্তে মামলা করেছি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে একটি অভিযোগ দিলে সেটা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com