কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাঁদের শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌশলী (পিপি) কাইমুল হক রিংকু।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
উল্লেখ্য যে মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নামে অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
কাইমুল হক রিংকু বলেন আমরা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় বাস পোড়ানোর মামলায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে এই মামলা করেছিলেন। সাবেক আইজিপি এবং র্যাবের সাবেকমহাপরিচালক বেনজির আহমেদ একজন খনি। তাদের নির্দেশে কুমিল্লা চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা করা হয়। আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com