দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর 'আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি' গঠন

শাহ্ আলম শাহী,দিনাজপুর: || ২০২৪-১১-১০ ০৫:৪৫:৫২

image

 দিনাজপুরে ভোটাধিকারের মাধ্যমে দীর্ঘ২৫ বছর পর 'আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি' গঠন হয়েছে। এতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

৯ নভেম্বর শনিবার দিনব্যাপী এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয় । ভোট গ্রহনের পর গণনা শেষে রাত রাত ৯ টায় বিজয়ের ফলাফল ঘোষিত হয়।


নির্বাচনের ফলাফলে সভাপতি পদে লুকাশ সরেন ও সাধারণ সম্পাদক পদে নাথালিউস মারান্ডী নির্বাচিত হয়েছেন।

 বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 


নির্বাচনে প্রধান নির্বাচন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মাঈনুল এবং অন্যান্য কর্মকর্তারা। তাঁরা নির্বাচনের সুষ্ঠু পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আদিবাসীরা আগের চেয়ে অনেক উন্নত, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করতে শিখেছে, দেশকে নিয়ে চিন্তা করতে শিখেছে, এই নির্বাচন তারই একটি দৃষ্টান্ত, এই নির্বাচনটি খুবই সুষ্ঠু হয়েছে বলে তিনি জানান। 


নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সদস্যরা তাঁদের ঐতিহ্যবাহী গান, নাচ এবং অন্যান্য শিল্পকলা প্রদর্শন করেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা জানান, "এ ধরনের নির্বাচনী উৎসব আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে, এবং আমাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।"


ভোটগ্রহণ শেষে রাত ১০টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের পর নতুন সভাপতি নির্বাচিত হন (লুকাশ সরেন), সাধারণ সম্পাদক হন (নাথালিউস মারান্ডী), এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী। নতুন নেতৃত্ব তাঁদের ভাষণে বলেন, "আমরা আশা করি যে, এই নির্বাচন আদিবাসী জনগণের মধ্যে ঐক্য এবং সমবেদনা বৃদ্ধি করবে। আমাদের সমিতি ভবিষ্যতে আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক অধিকার সুরক্ষায়।"


এছাড়া, নির্বাচনের ফলাফল ও নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সান্দ্রিনা মূর্মূসহ অনেকেই বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কেননা ২৫ বছর পর আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি।”


নির্বাচনের পরাজিত সভাপতি প্রার্থী বরুণ আলেজান্ডার টপ্য’র প্রতি সমবেদনা প্রকাশ করেছেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নবনির্বাচিত কমিটি ও স্থানীয় এলাকাবাসী। নির্বাচিত সভাপতি লুকাশ সরেন ও সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী বলেন, “এই নির্বাচন আমাদের সকলের সমষ্টিগত প্রচেষ্টার ফল। নির্বাচনে জয়-পরাজয় থাকলেও, মূল লক্ষ্য আমাদের সমাজের উন্নয়ন। তাই আমরা পরাজিত প্রার্থীদেরও এই যাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাই।”


এলাকার সাধারণ মানুষও পরাজিত প্রার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ভবিষ্যৎ অবদানের আশাবাদ ব্যক্ত করেন। অনেকেই বলেন, “আমরা সবাই মিলে কাজ করলে আমাদের সমাজ আরও উন্নত হবে, এবং এর জন্য সকলের মতামত ও সহায়তা প্রয়োজন।” নির্বাচিত কমিটির পক্ষ থেকে পরাজিত প্রার্থীদের প্রতি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


নির্বাচনের দিনটি আদিবাসী সমাজের জন্য একটি নতুন সূচনা, যেখানে তারা তাঁদের অধিকার এবং উন্নয়নের জন্য একত্রিত হয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com