বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান থানজামা লুসাই
বান্দরবান প্রতিনিধি: ||
২০২৪-১১-০৭ ১১:৫৩:৩৩
দীর্ঘ তিন মাস পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পূর্ণগঠন করা হয়েছে। দীর্ঘদিন চেয়ারম্যান পদ শুন্য থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়েছে।একই সাথে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জনকে সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক। (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক মানজামা লুসাই। সদস্য পদে রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খাম্লাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই গ্লু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, জনাব মুহাম্মদ আবুল কালাম, এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাককে মনোনিত করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357