দিনাজপুর থেকে এই প্রথম কৃষি পন্য স্পেশাল ট্রেন চালু হয়েছে। কৃষি পণ্য বোঝাই ট্রেন ৯ঃ ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা তেজগাও স্টেশনে পৌছবে রাত ৮:৪৫ ঘটিকায়।
সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার করে এই কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি চলাচল করবে। কৃষি পণ্য স্পেশাল ট্রেনটি চালু হওয়ায় দিনাজপুর স্টেশন এলাকায় অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার প্রথম দিন হওয়ায় কৃষি পণ্য ট্রেনে করে পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান।
কৃষিপন্য স্পেশাল ট্রেনটি দিনাজপুর অঞ্চলে চালু হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের কৃষি পণ্য বিশেষ করে শাকসবজি ফলমূল ঢাকায় দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারবে।
এতে করে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ কম হওয়ায় কৃষি পণ্য ব্যবসায়ীরাও অনেক লাভবান হতে পারবে। এদিকে ভোক্তারাও অনেক কম দামে সবজি ক্রয় করতে পারবে।
দিনাজপুর নশিপুর তের মাইল এলাকার সবজি চাষী এখলেছুর রহমান, বলেন আমি লাউ, বাঁধাকপি, ফুলকপি, ঝিঙ্গা, শসা, সিম সহ বিভিন্ন সবজি চাষ করছি। এই সবজি আমি সরাসরি দিনাজপুর থেকে ট্রেন যুগে ঢাকায় নিয়ে বিক্রি করি তাহলে আমিও লাভবান হব এবং ঢাকায় ও সবজির দাম কমে আসবে। কারণ এখানে মধ্যসত্ত্বভোগের কোন সুযোগ থাকবে না। আর এই ট্রেন চালু হওয়ার কারণে আমরা এই সুযোগটি গ্রহণ করতে চাই।
দিনাজপুর বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, দিনাজপুর স্টেশন সুপার আমাদের কাছে এসেছিলেন সবজি ঢাকায় পাঠানোর জন্য। আজকে প্রথম দিন হওয়ায় আমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাই আজকে কোন সবজির ট্রেনে পাঠাতে পারি নাই। আগামী সপ্তাহে ট্রেন যোগাযোগ সকল সুযোগ সুবিধা ও ঢাকায় সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে সবজি পাঠাবো।
দিনাজপুর সবজি আড়ৎদার আব্দুল খলিল বলেন, ট্রেনে সবজি পাঠানোর ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। সবজি জমি থেকেই সবজির ক্যারেটে ভর্তি করতে হবে। এরপর স্টেশনে আনতে হবে। দিনাজপুর স্টেশন থেকে আবার তেজগাঁও স্টেশনে পৌঁছার পর সেখান থেকে কারওয়ান বাজার নিয়ে যেতে হবে। বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তাই আমরা চিন্তা ভাবনা করে ট্রেনের সবজি নিয়ে যাব। এছাড়াও যেহেতু সপ্তাহের একদিন ট্রেনে সবজি সরবরাহ করা যাবে। এতে করে ছয় দিন বসে থাকতে হবে। আমাদেরকে বিষয়গুলো মাথায় রেখে ব্যবসা করতে হবে।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান, আজকে প্রথম দিন কৃষি পণ্য স্পেশাল ট্রেন চালু হল। তাই আজকে দিনাজপুর স্টেশন থেকে কোন কৃষি পণ্য ট্রেনে ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। আমরা বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ী, সবজি চাষীদের কাছে গিয়েছিলাম। সবাই বলেছে যেহেতু কৃষি পণ্য স্পেশাল ট্রেনের কয়েকটি ধাপে লোক লাগবে। তাই আজকের দিনটি দেখতে চেয়েছেন। পরবর্তীতে তারা কৃষি পণ্য পাঠাবেন। কৃষি পণ্য স্পেশাল ট্রেনে আজ বৃহস্পতিবার দিনাজপুর থেকে কোন কৃষি পণ্য পাঠানো সম্ভব হয়নি।
তিনি আরোও বলেন, কৃষি পণ্য স্পেশাল ট্রেন চালু হওয়ায় দ্রুত সময় ঢাকায় পৌঁছতে পারবে । ফলে এই অঞ্চলের কৃষি পণ্য দ্রুত সময়ে ঢাকায় পৌঁছতে পারে।এতে করে চাষিরা কম খরচে ঢাকায় কৃষি পণ্য পৌঁছাতে পারবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com