প্রকৃতিতে শীতের আগমনি বার্তা নিয়ে এলো হেমন্ত

লালমনিরহাট প্রতিনিধি : || ২০২৪-১০-১৮ ০৯:৫৯:০৬

image

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঝড়-বৃষ্টি আর খড়া শেষ শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলে শীত পড়তে শুরু করেছে। মধ্যরাতের হিম শীতল বাতাসে শরীরে ঠান্ডা লেগে যায়। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তা ঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে এ জনপদে।


কয়েকদিন আগেও ছিল তীব্র ভ্যাপসা গরমর। আর এখন প্রকৃতিতে ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত এসেছে। এরপর শীতকাল আসবে। কিন্তু এখনই প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশার সাথে দেখা যায় শিশির ভেজা ঘাস। ধাঁনের শিষে কুয়াশা ভেজা পানি জমে থাকতে দেখা যায়। আর কয়েকদিনের মধ্যে পুরোদমে ঠান্ডার প্রভাব বাড়বে।

লালমনিরহাটে গত কয়েক দিন আগে টানা বৃষ্টিপাতে কিছু নিচু জমির শীতকালীন শাক-সবজির ক্ষতি হয়েছিল বলে জানান কৃষকরা। এখন আবার নতুন করে চাষাবাদ করছেন তারা।

কালীগঞ্জের কাকিনা চাঁপারতল পূর্ব পাড়া এলাকার সবজি চাষি বাবুল মিয়া বলেন, টানা কয়েকদিন যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল এতে শাকসবজিতে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ হয়। এর কারনে ফলন কম হয় সবজির। ক্ষেতে ভাইরাসের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক সার ব্যবহার করতে হয়। তাই এই সময় সবজির দাম বেশি। এদিকে দিনে গরম থাকলেও মাঝরাতে মৃদু বাতাস এই ঠান্ডা লেগে যায়। তাই মাঝরাতের পর থেকে হালকা শীতের কাপড় গায়ে না দিলেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। শেষ রাত থেকে গায়ে কম্বল দিয়ে ঘুমাতে হয়।

কালীগঞ্জের স্কুল শিক্ষিকা খুরশিদা আখতার লুবনা জানায়, আজকের সকাল টার আলাদা একটা বিশেষত্ব আছে মনে হচ্ছে। ঘুম ঘুম চোখে খুব সকালে বারান্দায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলাম মেঘ নাকি কুয়াশা! নিশ্চিত হলাম কুয়াশা, সাথে শীত শীত অনুভূত হচ্ছিল। কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে মৃদু ঠান্ডা শীতের আগাম বার্তা জানিয়ে দিয়ে যাচ্ছে। তাই এখন থেকে আমাদের শীতের প্রস্তুতি নিতে হবে। পুরোদমে শীত শুরু না হতেই সরকার যদি শীতবস্ত্র বিতরণ করেন তাহলে হয়তো নিম্নশ্রেণির মানুষেরা শীতের সাথে মোকাবিলা করতে পারবে। 


লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.সাইখুল আরেফিন বলেন, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়া উঁচু-নিচু জমির সবজি চাষে বৃষ্টির পানি ও শীতের কারণে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে। কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলে আশা করেন কৃষি বিভাগ।


রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তাই কুয়াশার মত বৃষ্টি পড়ছে। নিম্নচাপ কেটে গেলে শীত আরও বাড়বে। তখন বোঝা যাবে কুয়াশার সাথে শীতের তীব্রতা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে একটু আগেই শীত নামতে শুরু করে। গত কয়েকদিন ধরে এখানে দিন ও রাতের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। আগামী এক সপ্তাহের মধ্যে শীত বাড়বে।


লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার বলেন, উত্তরের জেলা লালমনিরহাটে প্রতি বছর শীতের তীব্রতা একটু বেশি থাকে। শীত মোকাবিলার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শীত বাড়লে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে শীতবস্ত্র বিতরণ করা হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com