ব্রাহ্মণবাড়িয়ায় ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২৫ বোতল ফেন্সিডিল, ৭৪৫ বোতল স্কাফ সিরাপ, ৬০০ গ্রাম গাঁজা, ২৩ টি দেশীয় অস্ত্র (কুড়াল, চাপাতি, রাম দা, ছুরি, হাতুর), ২টি ল্যাপটপ, ৪টি ট্যাব, ১৮টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২৩টি বাটন মোবাইল, ৬টি পাসপোর্ট, ১ টি মোটর সাইকেল, নগদ ৩ লাখ ৪ হাজার ৭শত টাকা, ২২৯০ ইন্ডিয়ান রুপি, ৩০ কাতার রিয়ালসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোর্কনঘাট ও বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ-(৩৮), রুবি আলমগীর-(৩৩), মোঃ সামি ভূঁইয়া- (১৬), মোঃ সিয়াম ভূঁইয়া-(১৪) ও মোঃ সানি ভূইয়া-(২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী পৌর এলাকার গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদকে আটক করে। পরে তার কাছ থেকে ৩ টি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি খোড়, ২টি ল্যাপটপ, ৪টি ট্যাব, ১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২২টি বাটন মোবাইল, ৪টি পাসপোর্ট ও নগদ ২ লাখ ৫ লাখ ৬শত টাকা উদ্ধার করা হয়।
এদিকে বুধবার গভীর রাত আড়াইটার দিকে যৌথ বাহিনী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে (ভূঁইয়া ফার্ম হাউস) অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবি আলমগীর তার ছেলে সামি ভূঁইয়া, সিয়াম ভূঁইয়া ও সানি ভূইয়াকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২০টি দেশীয় অস্ত্র (কুড়াল, চাপাতি, রামদা, ছুরি, হাতুরি), ৫২৫বোতল ফেন্সিডিল, ৭৪৫ বোতল স্কাফ সিরাপ, ৬০০ গ্রাম গাঁজা, নগদ ৯৯ হাজার ১শত টাকা, ২ হাজার ২৯০ ইন্ডিয়ান রুপি, ৩০ কাতার রিয়াল, ২টি পাসপোর্ট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ১জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও ৪জনকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com