"বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪" উদযাপনে রাজধানীতে "পানিতে ডুবা প্রতিরোধ হোক প্রতিটি শিশুর অধিকার" বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি ও সিনারগোস বাংলাদেশ-এর সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)- এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
স্বাগত বক্তব্য রাখেন সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক প্রফেসর ড, একেএম ফজলুর রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইসিবি প্রকল্পের প্রকল্প পরিচালক মোসা. ফেরদৌসি বেগমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরবি’র উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। এতে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সিনারগোস, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন। সেমিনারটি খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। বিশেষ করে মাহির-এর মায়ের সন্তান হারনোর (পানিতে ডুবে মৃত্যু)! কথাগুলো সকলের হৃদয় স্পর্শ করেছে!
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com