স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই,কারিগরি শিক্ষার অব মূল্যায়ন, মানিনা মানবো না এ স্লোগানে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং( সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ৩ দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ, সেটেলমেন্ট সার্ভার সমিতির কুমিল্লা জেলা সভাপতি আব্দুল খালেক, সেটেলমেন্ট সার্ভের সমিতির সেক্রেটারি হেলাল উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন সড়ক ও জনপদ কুমিল্লা, মুস্তাক আহমেদ এল জি ই ডি কুমিল্লা, জহিরুল কাইয়ুম জেলা পরিষদ কুমিল্লা, তানিয়া আক্তার এল এ শাখা জেলা প্রশাসক কার্যালয় কুমিল্লা, মোঃ সুমন ও ওয়াহিদুল সার্ভে ইনস্টিটিউট ছাত্র সমন্বয়ক শিক্ষার্থীসহ আরো অনেকে।
বক্তারা বলেন সার্ভে ডিপ্লোমাদারীদের ১০ ম গ্রেডে উন্নতিকরন এবং অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ১- ১২ -১৯৯৪ তারিখে প্রকাশিত গেজেট বাস্তবায়ন তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়ে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। তাদের দাবি মানা না হলে ৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com